ভারতীয় বোর্ডকে চাপে ফেলার কৌশল নিয়েছে পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ০৯:৪৫ পিএম
ভারতীয় বোর্ডকে চাপে ফেলার কৌশল নিয়েছে পাকিস্তান

ফাইল ছবি

ঢাকা: দুবাইতে বসতে চলেছে আইসিসির ত্রৈমাসিক বৈঠক। এবারের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।  পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতজুড়ে আওয়াজ উঠেছে বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত। ভারতের একাধিক সাবেক ক্রিকেটার ছাড়াও এক সাবেক বোর্ডকর্তা এই দাবি তুলেছেন।

শুক্র ও শনিবার আইসিসির দু’দিনের বৈঠকে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি, ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান এবং সিইও শুভান আহমেদ। তাঁরা এবার ভারতের উপর পাল্টা চাপ তৈরির পরিকল্পনা নিচ্ছেন।

জানা গেছে, ১৬ জুন ম্যাঞ্চেস্টারে পাকিস্তান ম্যাচ খেলতে যদি ভারত অস্বীকার করে। সেক্ষেত্রে পাকিস্তান দাবি তুলবে, নকআউটে দুই দেশ মুখোমুখি হলে তাঁদের ওয়াকওভার দেওয়া হবে তো? ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে চিঠি পাঠিয়ে গোটা পরিস্থিতি জানানো হয়েছে আইসিসিকে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে।

পাকিস্তান বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘ভারত যদি গ্রুপ পর্বের ম্যাচে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু দুই দল যদি নকআউট পর্বে মুখোমুখি হয়, তখন কী হবে। সেটাই বৈঠকে আমরা জানতে চাইব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!