জাতীয় রাগবি প্রতিযোগিতার অস্টম আসর শুরু

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ০৮:৪৪ পিএম
জাতীয় রাগবি প্রতিযোগিতার অস্টম আসর শুরু

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় শুরু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় রাগবি প্রতিযোগিতার অষ্টম আসর। বুধবার (২৭ মার্চ) বিকালে  মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু।

উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী ৫৯-০ পয়েন্টে কিশোরগঞ্জ জেলাকে, চট্টগ্রাম জেলা ২৮-৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে, দিনাজপুর ২৭-০ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে।

উদ্বোধনের দিন দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন উদ্বোধনের দিন সংবাদ সম্মেলন করা হল? এমন প্রশ্নে ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলীজোনান, মাঠ সমস্যার কারনে একই দিনে সংবাদ সম্মেলন ও প্রতিযোগিতার উদ্বোধন করতে বাধ্যহন তারা।

এ সময় উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান শাহ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ।

৮ম জাতীয় পুরুষ রাগবি প্রতিযোগিতায় ১৭টি জেলা দল ও ১টি সার্ভিসেস দলসহ মোট ১৮টি দল অংশগ্রহণ করছে ৪টি গ্রুপে ভাগ হয়ে।

গ্রহণকারী দলগুলো হলো:
ক-গ্রুপ: বাংলাদেশ সেনাবাহিনী, গাইবান্ধা জেলা, রাজশাহী জেলা, কিশোরগঞ্জ জেলা, রংপুর জেলা। খ-গ্রুপ: চট্রগ্রাম জেলা, নারায়নগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, জয়পুরহাট জেলা, চাঁদপুর জেলা। গ-গ্রুপ: ফরিদপুর জেলা, দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা। ঘ-গ্রুপ:ঢাকা জেলা, রগুনা জেলা, নড়াইল জেলা, বাগেরহাট জেলা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!