আইপিএল থেকে এখনই ফিরছেন না সাকিব!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৭:২৩ পিএম
আইপিএল থেকে এখনই ফিরছেন না সাকিব!

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু হচ্ছে ২২ এপ্রিল থেকে মিরপুরে। যেহেতু আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান তাই তাঁকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।কিন্তু আইপিএল থেকে এখনি সাকিব ফিরছেন না। এ ব্যাপারে ক্রিকেট দলের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন,‘সাকিব চিঠির উত্তর দিয়েছে। তবে সে এখনই অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছে না।’

এর ব্যাখ্যা দিয়ে আকরাম আরও বলেছেন,‘ সাকিব জানিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সামনের কয়েকটি ম্যাচে তার একাদশে খেলার সম্ভাবনা আছে। তাকে সেখানকার টিম ম্যানেজমেন্ট এই আশ্বাস দিয়েছে। সাকিব এই ম্যাচগুলোতে খেলতে চায়। তারপর আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে দলের সঙ্গে যোগ দেয়ার ইচ্ছের কথা জানিয়েছে।’

বিসিবিও সাকিবের কথা মেনে নিয়েছে। আকরাম বললেন,‘ ম্যাচে খেলতে পারলে সেটা সাকিবের জন্য বেশ ভালোই হবে। এটা তো তার জন্য সুবিধাই। তাছাড়া সাকিব তো সেখানে শুধু বসে নেই। প্রতিদিন অনুশীলনে ব্যস্ত রেখেছে নিজেকে।’

চলতি মাসে সানরাইজার্স হায়দরাবাদের আরও তিনটি ম্যাচ আছে। ২৩, ২৭ ও ২৯ এপ্রিলের এই তিনটি ম্যাচে সাকিব একাদশে থাকার সম্ভাবনা দেখছেন।
বাংলাদেশ দল আগামী ১ মে আয়ারল্যান্ড সফরে রওনা হবে। ধারণা করা হচ্ছে সাকিব সম্ভবত ৩০ এপ্রিল দেশে ফিরতে পারেন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!