এক নজরে ১৯৮৩ বিশ্বকাপ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৪:২৮ পিএম
এক নজরে ১৯৮৩ বিশ্বকাপ

ছবি সংগৃহীত

ঢাকা: তখন ছিল ক্যারিবীয়দের যুগ। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজন করে ইংল্যান্ড। ফাইনালে এবারও যথারীতি উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়, ভারত। সবারই ধারণা ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে এক ফুৎকারে উড়ে যাবে উপমহাদেশের দলটি। কিন্তু কপিল দেবের দল বড় ধরণের ঘটনার জন্ম দিয়ে বিশ্বকাপ ট্রফিটাই হাতে নিয়ে নিলেন। গোটা ক্রিকেটবিশ্ব অবাক চেয়ে কুর্নিশ করতে লাগল কপিলের দলকে। প্রথমবার বিশ্বকাপ জিতে ভারত উপমহাদেশে ছড়িয়ে দিল বাড়তি ক্রিকেট উন্মাদনা।

এক নজরে ১৯৮৩ বিশ্বকাপ:
তারিখ    ৯ জুন – ২৫ জুন
প্রশাসক    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ক্রিকেটের ফরম্যাট    ওয়ানডে
টুর্নামেন্টের ফরম্যাট    ডাবল রাউন্ড রবিন ও নক-আউট

স্বাগতিক     ইংল্যান্ড

চ্যাম্পিয়ন    ভারত (১ম শিরোপা)

রানার্স-আপ     ওয়েস্ট ইন্ডিজ

অংশগ্রহণকারী দলের সংখ্যা    ৮
ম্যাচের সংখ্যা    ২৭
দর্শক সংখ্যা
২,৩২,০৮১ (ম্যাচ প্রতি ৮,৫৯৬ জন)
সর্বোচ্চ রান
 ডেভিড গাওয়ার (৩৮৪)

সর্বোচ্চ উইকেট
রজার বিনি (১৮)

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!