রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীকোটা বাস্তবায়নের দাবি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৬, ০৬:৪১ পিএম
রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীকোটা বাস্তবায়নের দাবি

চট্টগ্রাম অফিস
রাজনৈতিক দলগুলোতে নিবন্ধনের শর্ত অনুযায়ী ৩৩ শতাংশ নারীকোটা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফাইট ফর উইমেন্স রাইটসের সভাপতি ও নারী নেত্রী অ্যাডভোকেট রেহেনা বেগম রানু।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকার অস্থায়ী কার্যালয়ে ‘উইমেন্স লিডারশিপ : প্রবলেম, সলিউশন্স অ্যান্ড মেক এ লিডারশীপ স্কিল’ শীর্ষক এক সেমিনারে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোতে নিবন্ধনের শর্ত অনুযায়ী ৩৩ শতাংশ নারীকোটা বাস্তবায়নের কথা থাকলেও সেটি কোনো দলেই বাস্তবায়ন হয়নি। দেশের প্রধানমন্ত্রী, স্পীকার, সংসদ উপনেতা ও বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন, মন্ত্রীসভার একাধিক সদস্য নারী হলেও রাজনৈতিক দলগুলোতে সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি। দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত করতে হলে নারীকে বাদ দিয়ে সেটি কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য রাষ্ট্রের পাশাপাশি নারীদের অধিকার নিয়ে কথা বলার সংগঠনের পাশাপাশি নারীদেরও নিজেদের অবস্থান সুসংহত করতে নিজ উদ্যোগে কাজ করে যেতে হবে।’

আলোচনায় অংশ নিয়ে কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, ‘নারী মুক্তি আন্দোলন তরান্বিত করতে হবে নারীকেই। এজন্য তাদের দরকার সচেতনতা সাহস, প্রতিবাদ ও নেতৃত্বের যোগ্যতা।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম বলেন, ‘নেতৃত্ব জন্মগতভাবে আসে না। সেটি পুরুষ হোক আর নারীই হোক। নিজের কর্মদক্ষতায় একজন মানুষ নেতা হয়ে উঠেন। সেজন্য সকলকে জেন্ডার চিন্তা না করে একজন মানুষ কিংবা নেতা হিসেবে চিন্তা করে কাজ করতে হবে। তাহলেই যে কোনো বাধা জয় করা সম্ভব হবে।’

এসময় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিলি চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, শুভাগত চৌধুরী, উম্মে হাবিবা, জেসমিন নেছা স্বর্ণা, নাছিমা, শাহ আলম ইমন, দিদারুল ইসলাম, ফাহিমা আফরিন, নাছরিন আফরিন, শিখারাণী দাশ, কবিতা বড়ুয়া, আদৃতা ইসলাম প্রিয়ন্তী, সানজিদা কবীর দিয়া প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!