abc constructions

রাতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০২০, ০১:০৬ পিএম
রাতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

ঢাকা: বিরতি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছে লা লিগা। স্প্যানিশ ফুটবল লিগে রাতে মাঠে নামবে জয়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে অ্যাতলেতিকো মাদ্রিদের সাথে লড়াইটা কতটুকু জমাতে পারবেন মেসিরা সেটা নিয়ে খানিকটা সংশয় রয়েই গেছে। এর অন্যতম কারণ পরিসংখ্যান।

শেষ পাঁচ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ কিন্তু হারেনি বরং প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে গতিময় ফুটবল খেলে। অন্যদিকে সাদামাটা ফুটবলই খেলেছে বার্সা। একটিতে হারের মুখ দেখতে হয়েছে মেসিদের। সেই বিচারে অ্যাতলেতিকো মাদ্রিদের চাইতে পিছিয়েই রাখতে হবে স্প্যানিস জায়ান্টদের।

রিয়ালও যে খুব ভালো অবস্থায় আছে সেটিও বলা যাবে না, কারণ আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে ভ্যালেন্সিয়ার সাথে বাজে ভাবে হেরেছিলো রিয়াল। ৪-১ গোলের ব্যাবধানে হেরে মনবল একেবারে তলানিতেই নেমে গেছে তাদের। এর মধ্যে ভিয়ারিয়ালের সাথে মাঠে নামতে হবে দলের অন্যতম ফরোয়ার্ড লুকা জোভিচকে ছাড়াই। করোনা পজেটিভ এই স্ট্রাইকারকে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছু দিন।

পয়েন্ট টেবিলও পিছিয়ে জিদানের দল। ১ ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ভিয়ারিয়াল আর এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বারে রিয়াল মাদ্রিদ।

সোনালীনিউজ/টিআই

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School