abc constructions

কোহলির খবর বানোয়াট, বলছে বিসিসিআই


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:৫৯ পিএম
কোহলির খবর বানোয়াট, বলছে বিসিসিআই

ঢাকা: বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। তবে টেস্ট দলের নেতৃত্বটা চালিয়ে যাবেন তিনি। ভারতের প্রভাবশালী প্রত্রিকা টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল নিশ্চিত করেছেন, এ খবরের সত্যতা নেই। 

বিসিসিআইয়ে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং তিন সংস্করণেই কোহলি অধিনায়কত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বোর্ডের এই কর্মকর্তা। টাইমস অব ইন্ডিয়া এর আগে জানিয়েছিল, সাদা বলে দলের নেতৃত্ব ছাড়ার বিষয়ে রোহিত এবং ভারতীয় দলের ম্যানেজমেন্টের সঙ্গে কয়েক মাস ধরেই আলোচনা চলছে কোহলির। 

অরুণ ধুমাল আরো জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলে কোহলির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনের কোনো ভিত্তি নেই, এসব ভিত্তিহীন। এমন কোনো কিছুই ঘটবে না। এসব সংবাদমাধ্যমের বানোয়াট খবর। বিসিসিআইয়ের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিরাটই অধিনায়ক থাকবে।’

৯৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন কোহলি। ২৭ জয় পেয়েছেন টি-টোয়েন্টিতে, ওয়ানডেতে ৬৫। টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। 

২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে কোহলির ভারত। নিউজিল্যান্ড ও আফগানিস্তানও রয়েছে ভারতের গ্রুপে। প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল যোগ দেবে এ গ্রুপে। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠলে খেলবে ভারতের গ্রুপেই।

সোনালীনিউজ/এআর

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School