• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুল পড়া সমস্যায় ভুগছেন ট্রাম্প


অন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০১৭, ১১:৪১ এএম
চুল পড়া সমস্যায় ভুগছেন ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত সত্তোর্ধ্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুগছেন চুলপড়া সমস্যায়। দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক হ্যারোল্ড এন বর্নস্টেইন এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চুল পড়া ঠেকাতে ওষুধ খাচ্ছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যারোল্ড এন বর্নস্টেইন বলেন, চুল পড়া ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্প ফাইনাসটারাইড নামের এক ধরনের ওষুধ খাচ্ছেন। এটা প্রোপেসিয়া নামেও বাজারজাত করা হয়। প্রোপেসিয়া মূলত চুল পড়া রোধে সেবন করা হয়। তবে এটা মানসিক বিভ্রান্তি ও পুরুষত্বহীনতা রোধ করতেও সেবন করা হয়।

ডাক্তার হ্যারোল্ড এন বর্নস্টেইন

ট্রাম্পের চুলকে অভিনব দাবি করে ডাক্তার বলেছেন, তার চুল একেবারেই অভিনব, ঈর্ষনিয়। এখনো তার চুল পুরোটায় রয়েছে।

বর্নস্টেইন বলেন, আমিও এই ওষুধ সেবন করি। আমার মাথায় সব চুল রয়েছে। আর এমন তথ্য প্রকাশের পর ওষুধটির ব্যাপারে মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আরও পড়ুন