• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক নভেম্বর ৩, ২০১৬, ১০:১০ পিএম
বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণ করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। টেলিস্কোপটির নাম রাখা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রায় দুই দশক ধরে টেলিস্কোপটির কাজ চলছিলো। এর আগে ২৬ বছর ধরে সবচেয়ে বড় টেলিস্কোপ ছিলো হাবল স্পেস টেলিস্কোপ। জেমস ওয়েব হতে যাচ্ছে তারই উত্তরাসূরী।
 
সংবাদ সম্মেলনে নোবেল পুরস্কার বিজয়ী এবং ওয়েব এর সিনিয়র প্রকল্প বিজ্ঞানী জন মাথের বলেন, ‘আজ আমরা আমাদের টেলিস্কোপ নির্মাণ সমাপ্ত করেছে এবং প্রমাণ করতে যাচ্ছি এটা সঠিক ভাবে কাজ করছে।’
 
মাথের বলেন, ‘এটা অনেক শক্তিশালী, এমনটি এটা হাবল টেলিস্কোপ থেকেও বেশি শক্তিশালী’
 
নাসার বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, ২০১৮ সালের অক্টোবরে ফ্রান্সের গায়ানা থেকে একটি আরিয়ান-৫ রকেট এই টেলিস্কোপটি নিয়ে উৎক্ষেপিত হবে। সূত্র-এনডিটিভি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আরও পড়ুন