• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫ বিশিষ্ট জনের নাম দিল বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০১৭, ০৫:৪৭ পিএম
৫ বিশিষ্ট জনের নাম দিল বিএনপি


ঢাকা: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে সংসদের বাহিরের বিরোধী দল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ৫ সদস্যের একটি নামের তালিকা জমা দেন।

এর আগে, গত ২৮ জানুয়ারি সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে যে ৩১টি দল রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছে। তাদের আজ পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছিলো।

কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে ২৭টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সময় শেষে এ কথা জানান।

বিএনপির পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলেন- তোফায়েল আহমেদ, সালেহ উদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, আসাফউদ্দৌলা এবং শাহদীন মালিক।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School

আরও পড়ুন