বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেল কর্মী আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:১১ এএম
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেল কর্মী আটক

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যার ঘটনায় সন্দেহভাজন এক হোটেল কর্মীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক ব্যক্তির নাম মিলন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সন্দিগ্ধ হিসেবে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, বাগেরহাট সদর থানার একটি এলাকায় র‍্যাব-৩ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি ভবনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাতেমা আক্তার লিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করত।

নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি জিমে যান। পরে বাসায় ফিরে তিনি তার ছোট বোনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে বলে ধারণা করলেও পরে হিজাব সরিয়ে দেখতে পান, লিলির গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এম

Link copied!