আইইএলটিএসে বড় সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৪২ পিএম
আইইএলটিএসে বড় সুখবর

ফাইল ছবি

আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। ইংরেজি ভাষাদক্ষতা যাচাইয়ের এই আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নেন বিদেশে পড়াশোনা ও অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুকদের জন্য আইইএলটিএস দীর্ঘদিন ধরেই অন্যতম প্রধান শর্ত।

এই পরীক্ষায় সাম্প্রতিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে দেশে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে আইইএলটিএসের পেপারবেসড পরীক্ষা।

এর ফলে পরীক্ষার্থীদের জন্য এক যুগের পরিচিত পরীক্ষাপদ্ধতির অবসান ঘটছে। ফেব্রুয়ারির পর যাদের পেপারবেসড পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই কম্পিউটার ডেলিভারড টেস্ট বা সিডিটিতে স্থানান্তরের সুযোগ পাবেন।

এর আগেও আইইএলটিএস পরীক্ষায় ধাপে ধাপে পরিবর্তন এসেছে। একসময় লিসেনিং ও রিডিং অংশে বাধ্যতামূলকভাবে পেনসিল ব্যবহার করতে হতো। রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহারের সুযোগ ছিল।

নতুন নিয়মে সেই ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। এখন থেকে লিসেনিং, রিডিং ও রাইটিং-এই তিনটি অংশেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই পেনসিল ব্যবহারের সুযোগ থাকবে না।

পরীক্ষা পদ্ধতির এই পরিবর্তন আইইএলটিএসকে আরও প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতির ধরনেও পরিবর্তন আনতে হবে বলে মত শিক্ষাবিদদের।

এসএইচ 
 

Link copied!