চবি ক্যাম্পাসে উত্তেজনা, ভিপির দিকে তেড়ে গেল ছাত্রদল সভাপতি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:৩৫ পিএম
চবি ক্যাম্পাসে উত্তেজনা, ভিপির দিকে তেড়ে গেল ছাত্রদল সভাপতি

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকালের উত্তেজনার পরে মঙ্গলবার আবারও উত্তেজনা দেখা দিয়েছে। বিজয় দিবস উপলক্ষে জারুলতলায় আয়োজিত আলোচনা সভার সময় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে আসে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন এবং দলের কয়েকজন নেতাকর্মী।

ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায়, বক্তৃতা চলাকালীন। এর আগে রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের দপ্তরে আয়োজিত আলোচনা সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম খান পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তানি যোদ্ধারা দেশ থেকে পালানোর সময় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছিল।

রবিবারের বক্তৃতার পর শাখা ছাত্রদল রাতের বিক্ষোভ মিছিল এবং প্রশাসনিক ভবনে তালাবদ্ধ অবস্থানের মাধ্যমে উপ-উপাচার্যের পদত্যাগ দাবি করে। দীর্ঘ ৮ ঘণ্টা পরে রাত সাড়ে ৮টায় তালা খোলা হয়। 

মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন বিজয় দিবস পালন করেন। প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ড. শামীম উদ্দিন খানের উপস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়। ইব্রাহিম হোসেন রনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ছাত্রদলের উস্কানি ও হামলার চেষ্টা প্রকাশ করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চবি ক্যাম্পাসে এই উত্তেজনার ঘটনা দেখিয়েছে যে, জাতীয় স্মৃতিসৌধ ও বিজয় দিবসের আলোচনা হলেও রাজনৈতিক সংঘাত ও উত্তেজনা এখনও ক্যাম্পাসের বাস্তবতায় প্রভাব ফেলছে।

এসএইচ 

Link copied!