ঢাবির জহুরুল হক হলে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

  • বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:০১ এএম
ঢাবির জহুরুল হক হলে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে তিনটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে হলের মেইন বিল্ডিংয়ের একটি ওয়াশরুমে এসব বস্তু দেখতে পান শিক্ষার্থীরা।

হলের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ওয়াশরুমে টেপ মোড়ানো তিনটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে হল প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা আল আমিন জানান, প্রাথমিকভাবে এগুলো ককটেল বলে ধারণা করা হলেও নিশ্চিত হতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ফারুক শাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

পরবর্তীতে পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো ককটেল নয়। আতঙ্ক বা ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যে সেগুলো এমনভাবে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

এম

Link copied!