ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিলসে নিয়মিতই চোখে পড়েন এক তুর্কি সুন্দরী। হিন্দি ও বাংলা গানের মিশ্রণে তৈরি ভিডিওগুলোতে তাকে দেখে অনেকেই থমকে যান। তবে এসব রিলসই তার জনপ্রিয়তার মূল কারণ নয়।
তুরস্কের নাটক যারা নিয়মিত দেখেন, তারা এই মুখ খুব ভালোভাবেই চেনেন। মায়াবী চোখ, গোলগাল মুখ আর মিষ্টি হাসিতে যিনি জয় করেছিলেন লাখো দর্শকের হৃদয়—তিনি অভিনেত্রী ও মডেল হ্যান্ডে এরচেল। বিশেষ করে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘আশক লাফতান আনলামাজ’-এ ‘হায়াত’ চরিত্রে তার অভিনয় বাংলাদেশসহ বহু দেশের দর্শকের কাছে তাকে করে তোলে অত্যন্ত পরিচিত নাম।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রকাশিত তার কিছু ছবি দেখে হতাশ হয়ে পড়েছেন অসংখ্য ভক্ত। নতুন লুকে হ্যান্ডে এরচেলকে দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না, এটাই তাদের প্রিয় ‘হায়াত’।
নতুন ছবিগুলোতে দেখা যাচ্ছে, আগের তুলনায় তার চেহারায় এসেছে বড় পরিবর্তন। অতিরিক্ত ওজন হ্রাস ও শার্প ফেস স্ট্রাকচারের কারণে অনেকের কাছেই তাকে চেনা কঠিন হয়ে পড়েছে। আর এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখছেন, ‘আগের স্বাভাবিক সৌন্দর্যটাই ছিল তার আসল শক্তি।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘দিন দিন কৃত্রিম হয়ে যাচ্ছেন।’ অনেক ভক্তই আক্ষেপ করে জানিয়েছেন, তারা পুরনো হ্যান্ডেকেই বেশি পছন্দ করতেন।
ক্যারিয়ার কিংবা আধুনিক ফ্যাশনের চাহিদায় এই পরিবর্তন—এমন ধারণাও করছেন কেউ কেউ। তবে কারণ যাই হোক, ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, তাদের হৃদয়ে যে হ্যান্ডে এরচেলের ছবি গেঁথে আছে, নতুন এই রূপে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, হ্যান্ডে এরচেল শুধু তুরস্কেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। ‘সেন কাল কাপিমি’ (You Knock on My Door) সিরিজ তাকে এনে দেয় বিশ্বব্যাপী জনপ্রিয়তা। একাধিকবার বিশ্বের সুন্দরী তারকাদের তালিকায় স্থান পেয়েছেন তিনি।
ভক্তদের ভালোবাসা আর সমালোচনার মাঝেই এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন এই তুর্কি তারকা।
এম
আপনার মতামত লিখুন :