ছয় বছরের লিভ-ইন ও দুই সন্তানের পর বিয়ের পথে অর্জুন রামপাল

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:২০ এএম
ছয় বছরের লিভ-ইন ও দুই সন্তানের পর বিয়ের পথে অর্জুন রামপাল

দীর্ঘদিনের সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে ছয় বছরের লিভ-ইন সম্পর্ক ও দুই সন্তানের জন্মের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে একসঙ্গে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনার সময় বিয়ের ইঙ্গিত দেন তারা। গ্যাব্রিয়েলা জানান, এখনো তারা আইনিভাবে বিবাহিত নন, তবে ভবিষ্যৎ নিয়ে কিছুই উড়িয়ে দিচ্ছেন না।

এই কথার মাঝেই অর্জুন রামপাল হেসে রিয়াকে জানান, তারা ইতোমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। পডকাস্টেই প্রথমবারের মতো এই সুখবর প্রকাশ করেন তিনি।

২০১৮ সালে অর্জুন ও গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্কের শুরু। এর এক বছর পর, ২০১৯ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে দীর্ঘ দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানেন অর্জুন। বিচ্ছেদের পর অল্প সময়ের মধ্যেই গ্যাব্রিয়েলার সঙ্গে তার সংসারজীবন শুরু হয়।

২০১৯ সালেই এই জুটির প্রথম সন্তান অ্যারিকের জন্ম হয়। তিন বছর পর তাদের ঘরে আসে দ্বিতীয় সন্তান। এতদিন একসঙ্গে থাকলেও আনুষ্ঠানিক বিয়ের পথে হাঁটেননি তারা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলেছে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অর্জুন রামপাল। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ধুরন্ধর-এ স্বল্প উপস্থিতিতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের এই ইতিবাচক সময়েই অনুরাগীদের জন্য এলো তার জীবনের আরেকটি সুখবর।

এম

Link copied!