যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১২ জানুয়ারি) ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইরানে চলমান বিক্ষোভের ওপর দেশটির সরকারের সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তাদের সবধরনের ব্যবসার ওপর ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে-এটা খুব শিগগিরই কার্যকর হবে। এই আদেশ চূড়ান্ত এবং মীমাংসিত।’
অর্থনৈতিক ডাটাবেস সংরক্ষণকারী 'ট্রেডিং ইকোনমিকস'-এর তথ্য অনুযায়ী, ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলো হলো চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক।
ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সম্ভাব্য সামরিক অভিযানের কথা ভাবছেন, ঠিক তখনই এই শুল্ক আরোপের ঘোষণাটি এলো। অধিকার সংরক্ষণ গোষ্ঠীগুলো দেশটিতে সহিংসতায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সোমবার ইরান প্রসঙ্গে বলেছেন, ‘টেবিলে থাকা অনেকগুলো বিকল্পের মধ্যে বিমান হামলা একটি হতে পারে।’
তবে ক্যারোলাইন লেভিট এটাও জানান যে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার মাধ্যমে ইরানের একটি কূটনৈতিক পথ খোলা রয়েছে। তিনি আরও বলেন, ইরান জনসমক্ষে যে ধরনের বক্তব্য-বিবৃতি দিচ্ছে, ব্যক্তিগত আলোচনার ক্ষেত্রে তাদের সুর ‘একেবারেই ভিন্ন’।
এম
আপনার মতামত লিখুন :