উত্তরা অগ্নিকাণ্ডে শোক

নিহতদের জন্য দোয়া, আহতদের সুস্থতা কামনায় জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৪:১৩ পিএম
নিহতদের জন্য দোয়া, আহতদের সুস্থতা কামনায় জামায়াত আমির

ফাইল ছবি

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে এক শোকবার্তায় তিনি বলেন, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।

ডা. শফিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তিনি তাদের শোক ও বেদনায় শরিক।

শোকবার্তায় জামায়াত আমির নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, হে আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি দয়া করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। একই সঙ্গে তিনি নিহতদের স্বজনদের জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

আহতদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যারা এই দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন, তাদের প্রতি আল্লাহ যেন বিশেষ রহমত বর্ষণ করেন এবং দ্রুত সুস্থতা দান করেন। উত্তরার এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সারাদেশে শোকের আবহ তৈরি হয়েছে।

এসএইচ 
 

Link copied!