ফাইল ছবি
বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে শোকসভায় উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।
শোকসভা শুরু হয় বেলা ৩টা ৫ মিনিটে কোরআন তেলওয়াতের মাধ্যমে। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখেননি। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী শোকবক্তব্য দেন।
শুক্রবার সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা নেতাকর্মী, সমর্থক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে ভরে ওঠে। নিরাপত্তা বজায় রাখতে পুরো এলাকা কঠোর নিরাপত্তাবেষ্টনীর আওতায় রাখা হয়। প্রবেশপথে পরিচয়পত্র যাচাইসহ একাধিক ধাপে তল্লাশি করা হয়। নির্ধারিত কার্ড দেখিয়ে অতিথিদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।
শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন। রাজনৈতিক নেতাকর্মীরা দর্শক সারিতে থাকলেও তাদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ভেতরে ছবি তোলা, সেলফি ও হাততালি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে পারেননি, তাদের জন্য বাইরে বড় পর্দায় শোকসভার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। ওই সময় মানিক মিয়া এভিনিউসহ পুরো সংসদ ভবন এলাকা শোকার্ত মানুষের ঢলে পূর্ণ হয়। পরে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :