ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই কোম্পানি একীভূত হওয়ার পথে 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৩৭ পিএম
ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই কোম্পানি একীভূত হওয়ার পথে 

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের দুই প্রতিষ্ঠান স্পেসএক্স ও এক্সএআই মিলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মাস্ক একবার বলেছিলেন, “মঙ্গল গ্রহে মানুষের পা না পড়া পর্যন্ত স্পেসএক্স কখনো পাবলিক লিমিটেড কোম্পানি হবে না।”

বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, একীভূত হওয়ার প্রাথমিক আলোচনা শুরু করেছে মাস্কের কোম্পানি দুটি। তাদের মূল লক্ষ্য, শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই নিজেদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে নেওয়া।

এ দুই কোম্পানির মহাপরিকল্পনার বড় একটি অংশ হচ্ছে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার বসানো। তবে এগুলো খুব দূরে নয়, আপাতত এসব ডেটা সেন্টার পৃথিবীর কক্ষপথ পর্যন্তই সীমিত থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

তবে সেই অবস্থান বদলে এখন সম্ভবত এ বছরই কোম্পানিটি আইপিও ঘোষণা করতে যাচ্ছে। পরিকল্পিত এ একত্রীকরণের আওতায়, মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই-এ বিনিয়োগকারীরা তাদের শেয়ারের বিনিময়ে স্পেসএক্সের শেয়ার পাবেন।

গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের ক্ষমতাধর ও ধনকুবেরদের এক সম্মেলনে মাস্ক বলেছেন, “এআই পরিচালনার জন্য মহাকাশই হবে পৃথিবীর সবচেয়ে সাশ্রয়ী জায়গা। আগামী দুই বা বড়জোর তিন বছরের মধ্যেই তা বাস্তবে রূপ নেবে।”

মাস্কের ধারণা অনুসারে, পৃথিবীর কক্ষপথে থাকা এসব ডেটা সেন্টার সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এবং মহাকাশের ঠান্ডা পরিবেশে এগুলোকে শীতল রাখার খরচও অনেক কমে আসবে।

অনেকের মতে, বর্তমানের এ ‘এআই জোয়ার’ কোনোদিন থমকে গেলে মাস্কের এই উচ্চাভিলাষী পরিকল্পনা আক্ষরিক অর্থে না হলেও আর্থিকভাবে পুরোপুরি ভস্মীভূত হয়ে যেতে পারে।

এসবিআর

Link copied!