আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতির প্রসঙ্গে তার করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া সমালোচনার পর এবার তাকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সঙ্গে চলমান বিপিএল নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, “সম্প্রতি বোর্ডের এক সদস্যের অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখ প্রকাশ করছে। বিসিবি পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান এবং খেলাটির মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বোর্ড নিজস্ব বিধি ও শৃঙ্খলানীতির আলোকে এ ধরনের বিষয় কঠোরভাবে মোকাবিলা করবে।”
শোকজ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “উক্ত বোর্ড সদস্যকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি করে এবং দাবি মানা না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের হুমকি দেয়।
এই প্রেক্ষাপটে বিসিবি ক্রিকেটারদের উদ্দেশে জানায়, “বিপিএল ২০২৬ আসর এখন চূড়ান্ত পর্যায়ে। এটি দেশের অন্যতম জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিসিবির বিশ্বাস, খেলোয়াড়রাই এই টুর্নামেন্টের প্রধান অংশীজন ও চালিকাশক্তি। তাই বোর্ড আশা করে, ক্রিকেটাররা তাদের পেশাদার দায়িত্ববোধ বজায় রেখে বিপিএলের বাকি অংশ সফলভাবে সম্পন্ন করবেন।”
উল্লেখ্য, বুধবার এক প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে বোর্ডের নয়, বরং ক্রিকেটারদেরই ক্ষতি হবে। তিনি বলেন, ম্যাচ খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি ও পারফরম্যান্সভিত্তিক পুরস্কার পান, যা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এমনকি তিনি প্রশ্ন তোলেন, বিশ্বকাপে ভালো না করলে বোর্ড কি ক্রিকেটারদের পেছনে খরচ করা অর্থ ফেরত চাইবে?
এই বক্তব্য প্রকাশের পরই ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং বিষয়টি গড়ায় শোকজ নোটিশ পর্যন্ত।
এম
আপনার মতামত লিখুন :