দিন ও রাতের তাপমাত্রা কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:২৭ এএম
দিন ও রাতের তাপমাত্রা কেমন থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় আজ আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের অধিকাংশ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে তাপমাত্রায় হালকা পতন অনুভূত হতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এ পূর্বাভাসে আরও বলা হয়, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এম

Link copied!