• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত দেড় শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক মে ১১, ২০২৪, ০৭:০৬ পিএম
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত দেড় শতাধিক

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (১১ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।মন্ত্রণালয়টির মুখপাত্র আব্দুল মতিন কানী বলেছেন, উত্তারাঞ্চলের বাঘলান, তাখার ও বাদাখশানে বন্যার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩৮ জন।

উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হেলিকপ্টার পাঠিয়েছে তালেবান সরকার। এর আগে বিভিন্ন স্থান থেকে বেসামরিক নাগরিক আটকে পড়ার খবর আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বন্যায় অসংখ্য মানুষ গৃহহীন হয়েছে পড়েছেন। ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থাও। তাছাড়া পানি সরবরাহ ব্যবস্থায়ও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফগানিস্তান অফিস জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ঘটছে হতাহতের ঘটনাও।

সংস্থাটি জানিয়েছে, বন্যাকবলিত স্থানে চিকিৎসা দিতে দল পাঠানো হচ্ছে। বন্যার কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

এর আগে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা হেদায়াতুল্লাহ হামদার্দ জানিয়েছেন, মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি হতে পারে এ বিষয়ে স্থানীয় লোকজন আগে থেকে প্রস্তুত ছিল না।

সূত্র: রয়টার্স

আইএ

Wordbridge School
Link copied!