গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশা ত্রিমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন প্রায় ১০জন যাত্রী।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) এবং একই গ্রামের মৃত. কুটি মিয়া শেখের ছেলে শাহেব আলী শেখ (৫০) ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বরিশালগামী প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে অপর দিক থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয়েছে। এসময় প্রাইভেটকারের সমুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিকশাটি রাস্তার খাদে পড়ে যায়। এতে প্রায় ১০জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাজিব শেখকে মৃত ঘোষণা করা হয়। পরে গুরুতর আহত জান্নাতী (১০), সাবিহা (১) ও শাহেব আলী শেখকে (৫০) ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে শাহেব মারা যান।
ভাংগা হাইওয়ে থানার ওসি খায়রুল আলম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইএ