• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি আলিফ ইন্ডাস্ট্রিজের


নিজস্ব প্রতিবেদক  জুন ৭, ২০২৩, ০২:১৯ পিএম
অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি আলিফ ইন্ডাস্ট্রিজের

ঢাকা: অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে প্রায় ১০ মাস ফ্লোর প্রাইসে আটকে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। মাত্র সাত দিনে শেয়ার প্রতি দাম বেড়েছে ২৪ টাকা ৫০ পয়সা। দাম বাড়ার বিষয়টি কারসাজি সন্দেহে দেখছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

হঠাৎ করে কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল আছে কিনা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। উত্তরে কোম্পানির পক্ষ থেকে ৬ জুন ডিএসই কর্তৃপক্ষকে জানিয়েছে, অস্বাভাবিকভাবে দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকা পড়ে। ওই দিন শেয়ার মূল্য ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। গত ২৫ মে কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা ৪০ পয়সা ছিল। অর্থাৎ ফ্লোর প্রাইসে আটকা ছিল। তবে তারপর থেকে শেয়ারটির দাম বাড়তে থাকে। মাত্র আট দিনে ২৪ টাকা ৫০ পয়সা বেড়ে গতকাল মঙ্গলবার কোম্পানির শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ৭৭ টাকা ৯০ পয়সাতে।

ফলে ৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার কোম্পানির বাজার মূল্যও ২৩৬ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ১২৪ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৫১৪ টাকা।

অর্থাৎ কোম্পানিটির ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯টি শেয়ারহোল্ডারদের মুনাফা হয়েছে ১০৭ কোটি ৮ লাখ ৯০ হাজার ৩৮৯ টাকা।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!