• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৯ মাসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের লোকসান বেড়েছে ৮৭ শতাংশ


নিজস্ব প্রতিনিধি মে ১৫, ২০২৪, ০৩:৫৯ পিএম
৯ মাসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের লোকসান বেড়েছে ৮৭ শতাংশ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বিডি সার্ভিসেস) কোম্পানিটির নিয়মিত লোকসানের কারনে পরিশোধিত মূলধনের প্রায় ৬ গুণ পূঞ্জীভত লোকসান হয়ে গেছে। তারপরেও থেমে নেই লোকসান। 

তালিকাভুক্ত অন্য পাঁচতারকা (ফাইভ স্টার) হোটেলগুলো মুনাফা করলেও হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়মিত লোকসান গুণছে।

সরকার নিয়ন্ত্রিত ইন্টারকন্টিনেন্টালের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৭১) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল (৩.০৬) টাকা। এতে করে লোকসান বেড়েছে (২.৬৫) টাকা বা ৮৭ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮.৫৬ টাকায়।

উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। এরমধ্যে ০.৩২ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (সরকার ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। লেনদেন না হওয়া এ কোম্পানিটির মঙ্গলবার (১৪ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ৫.২০ টাকায়।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!