• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘নানমাদোল’: ৪০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ


অনলাইন ডেস্ক  সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৩:৩২ পিএম
ঘূর্ণিঝড় ‘নানমাদোল’: ৪০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ

ঢাকা: ঘূর্ণিঝড় ‘নানমাদোল’ জাপানের দক্ষিণের দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। আজ রোববার ঝড়টি কিউশুতে আঘাত হানবে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ।

কিউশু দ্বীপে আঘাত হানার সময় চার মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। এরপর এটি দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। আগামী মঙ্গলবার দুপুর নাগাদ এটি রাজধানী টোকিও অতিক্রম করবে। টোকিও অতিক্রমকালে এটি আরও দুর্বল হয়ে পড়বে।  

ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কিউশু দ্বীপের কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের ৪০ লাখ মানুষকে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপদে স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের আঘাতে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর প্রভাবে দক্ষিণের দ্বীপাঞ্চলে ভারি এবং অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি যখন আঘাত হানবে, তখন এ অঞ্চলে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। সেইসঙ্গে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র নানমাদোলকে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করে। গত কয়েক দশকে জাপানে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‘নানমাদোল’কে সবচেয়ে বিধ্বংসী বলে সতর্কবার্তায় জানানো হয়।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!