বরগুনায় বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মবিরতি 

  • বরগুনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:৪২ পিএম
বরগুনায় বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মবিরতি 

বরগুনা: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন বরগুনা জেলা শাখার উদ্যোগে কর্ম বিরতি পালিত হয়েছে। সোমবার (৫ মে) সকালে ২ ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করে আদালত চত্বরে। 

বরগুনা জেলা বিচার বিভাগীয় এসোসিয়েশনের শতাধিক নেতৃবৃন্দ কর্মবিরতিতে অংশগ্রহণ করে।

কর্ম বিরতিতে অংশগ্রহণ করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন করেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালায় গঠনসহ অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারিকে বিচার বিভাগের সহায়ক কর্মচারি হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান চান তারা। 

জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম ও ষষ্ঠ গ্রেডে, পরবর্তীতে সপ্তম ও ১২ তম গ্রেডে যুক্ত করা, এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্তি করে, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি।

কর্মবিরতি অংশগ্রহণ অংশ নিয়ে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন সভাপতি মো. আকতার হোসেন, উপদেষ্টা মো. ইব্রাহিম খলিল সহ প্রমুখ। 

বরগুনা জেলা বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন বলেন, বিচার বিভাগ থেকে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদের দুটি দাবি সরকার না মানলে আন্দোলন চলমান থাকবে। 

তিনি আরো বলেন, আমরা বিচার বিভাগ থেকে বৈষম্য শিকার হয়েছি। বিচার বিভাগের বিভিন্ন সুবিধা থেকে আমরা বঞ্চিত। আশাকরি সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেবেন।

এআর 

Link copied!