চাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:২৪ পিএম
চাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: মতলব উত্তর থানার পুলিশ বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৪ মে) রাত ৯টা ২৫ মিনিটে এসআই জাফর আহমেদ ও এএসআই রবিউল হোসেন বদরপুর পাগলপাড়া এলাকায় আমবাগান থেকে তাকে আব্দুস সালাম (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম নরসিংদীর রায়পুরা থানার নয়াচর এলাকার বাসিন্দা। তার হাতে থাকা ব্যাগে স্কচটেপে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলারুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এআর 

Link copied!