আজ বিক্রি হচ্ছে ট্রেনের ১৩ জুনের টিকিট

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৮:৩২ এএম
আজ বিক্রি হচ্ছে ট্রেনের ১৩ জুনের টিকিট

ঢাকা : পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থল বা বাসাবাড়িতে ফেরার সুবিধার্থে  ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (০৩ জুন) বিক্রি হচ্ছে আগামী ১৩ জুনের টিকিট।

আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে টিকিট পাওয়া যাচ্ছে।

জানা যায়, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের টিকিট ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন এবং ১২ জুনের টিকিট ২ জুন বিক্রি হয়েছে। আর আজ (৩ জুন) বিক্রি হচ্ছে ১৩ জুনের টিকিট।

এ ছাড়া ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

ঈদের পরের ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

পিএস

Link copied!