হালিশহরে নালায় পড়ে নিখোঁজ শিশু উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৩৩ পিএম
হালিশহরে নালায় পড়ে নিখোঁজ শিশু উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক

ঢাকা : চট্টগ্রামের হালিশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগে বেলা ৩টার দিকে শিশুটি নালায় পড়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার হওয়া শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’’

পিএস

Link copied!