তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়

  • পঞ্চগড় প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:৪৮ এএম
তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়

ছবি : সংগৃহীত

ঢাকা: উত্তরের জেলা পঞ্চগড়ে টানা চারদিন ধরেই বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় ৯ ডিগ্রির ঘরেই রয়েছে তাপমাত্রার পারদ। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা আবারো কমে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। তবে দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ০ ডিগ্রি। কয়েকদিন ধরে ঘনকুয়াশা নেই। ভোরেই সূর্যের মুখ দেখা মিললেও হিমালয় থেকে বেয়ে আসা বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমে যায় শীতের তীব্রতা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়া এবং এর আশপাশের এলাকায় টানা চতুর্থ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ মধ্যে অবস্থান করলে শৈত্যপ্রবাহ বয়ে যায়।

পিএস

Link copied!