হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৯:২০ পিএম
হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

হিলি : দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাতভর পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে থানার প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার আব্দুল গফুর মন্ডল এর ছেলে জাহিদুল ইসলাম (৪৪), পৌর ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক, বড় জালালপুর গ্রামের মুনসুর আলীর ছেলে খায়রুল বাসার (৩৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক, ছোট ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল রশিদ এর ছেলে শহিদুল ইসলাম (৫৮) পৌর ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানায় পুলিশ।

এছাড়া থানায় রুজুকৃত মামলায় ধরন্দা এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে সজল হোসেন (২৩) এবং মাদকদ্রব্য মামলায় ওয়ারেন্ট মূলে বড় ডাঙ্গাপাড়া এলাকার মফিজুল ইসলাম এর ছেলে আল আমিনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানায়, গত ২৭ মে থানায় ১৩ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা বেশ কয়েক জনের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা মামলা রুজু করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ১৭।

পুলিশ আরও জানায়, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। দুপুরের পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

পিএস 

Link copied!