ক্রসিংয়ে আটকা ট্রাক, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১০:৪৬ এএম
ক্রসিংয়ে আটকা ট্রাক, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর : রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকা পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে আটকা পড়ে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেছেন, সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

পিএস

Link copied!