দেশের উত্তরের হিমালয়ের শীতপ্রবন জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। একদিনের তুলনায় মৃদু শৈত্যপ্রবাহ থেকে তাপমাত্রা কমে গিয়ে মাঝারি শৈত্যপ্রবাহে দাঁড়িয়েছে। এত করে ঘন কুয়াশা ও পাহাড়ি হিম বাতাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়ছে জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। বেলা বাড়লেও জেলার ব্যস্ততম সড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।
আবহাওয়া অফিস বলছে, আজ বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
সরেজমিনে দেখা গেছে, বেলা বেড়ে সকাল সাড়ে ৯টা বাজলেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা গুরুত্বপূর্ণ সড়ক সহ চারপাশ। রাস্তার বিভিন্ন মোড়ে শীত নিবারণের চেষ্টায়- কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষজন আগুন পোহাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬ থেকে ৮কিলোমিটার ছিল। একই সাথে বেড়েছে শীতের তীব্রতে। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস বলেও জানান তিনি।
এম
আপনার মতামত লিখুন :