শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:৪০ এএম
শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোররাতে শক্তিশালী বোমা বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (ভোর আনুমানিক ৪টা) জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের তীব্রতায় বসতঘরটির দেয়াল ও চালা উড়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নিহত সোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে স্প্রিন্টারের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, বিস্ফোরণে আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্যসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরটির ভেতরেই বিস্ফোরক তৈরি বা সংরক্ষণ করা হচ্ছিল। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এম

Link copied!