ভোট বর্জনের ঘোষণা দিল বিএনপি

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০২:৩৩ পিএম
ভোট বর্জনের ঘোষণা দিল বিএনপি

ঝিনাইদহ : নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, ব্যালটে সিল মারাসহ বিভিন্ন অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে  এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক এই ঘোষণা দেন।

বিএনপির মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, সরকারের দলের নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, ব্যালটে সিল মারা, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া ও কোথাও কোথাও মারপিট করে এজেন্ট বের করে দেয়া তিনি এই সিদ্ধান্ত নেন। এ সময় তিনি নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল একের পর এক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তার ভোটার, সমর্থক ও এজেন্টদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকী ধমকি দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। বহুবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত দিয়েছি। পুলিশকে জানিয়েছি। কিন্তু ফলাফল শুন্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ও প্রশাসন এই নির্বাচন নিয়ে নোংরা খেলা খেলেছে।

সোনালীনিউজ/এটি/এএস

Link copied!