ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০১:৩১ পিএম
ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

ভোলা : ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি এ মর্মে ভোলা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন বলে নিশ্চিত করেছেন ভোলা থানার ওসি মো: এনায়েত হোসেন।

তবে ওই হ্যাককৃত আইডি থেকে বিব্রতকর তেমন কোন পোস্ট দেয়া হয়নি বলেও জানিয়েছেন ওসি। 

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জার থেকে নবী করিম (সা:) সম্পর্কে কটূক্তির খবর প্রচারের পর সেখানে জনতা-পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।এ ঘটনায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলার পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করে আসছে। গতকাল তারা এ দাবিসহ ৬ দফা দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।

সোনালীনিউজ/এএস

Link copied!