হিলিতে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১২:১৮ পিএম
হিলিতে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর: নানা কর্মসুচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯ টায় হিলি বাজারে এলএসডি গোডাউন সংলগ্ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধাননমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, বোয়ালদাড় উইনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সাধারন সম্পাদক মাহবুব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ দলীয় নেতা কর্মীরা।

সোনালীনিউজ/এসআই/এসআই

Link copied!