কুষ্টিয়া: কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু। ২০ শে জুন মঙ্গলবার সকাল থেকে রথযাত্রা মেলা শুরু হয়।
মেলাতে বেঁচা-কেনার জন্য আগে থেকে দোকানিদের জায়গা দখলের চেষ্টা চলে। মেলাকে কেন্দ্র করে শহরের এন এস রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এবারের মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাদ্য ভূট্টার খই, ধানের খই, মুড়ি, মুরকিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বেঁচা বিক্রি চলছে। মেলায় এবার কোটি টাকার কোটি টাকার উপরে কেনা বেঁচা হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
সরজমিনে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে রথ বের হয়।
রধযাত্রাকে কেন্দ্র করে শহরে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে রাজার হাট মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ জুড়ে বসে মেলা।
মেলাতে শতশত নারী-পুরুষ বিভিন্ন জিনিস কিনতে ভিড় করেন। তবে খই, মুড়ি, মুরকি এবং মহিলাদের প্রসাধনে ও বাচ্চাদের বিভিন্ন খেলনার কদর বেশি। শিশুদের খেলনার মধ্যে ঠেলা লাঠি গাড়ি, চটপটি গাড়ি, ঝাড়বাতি, বাঁশি, মাটির তৈরি ব্যাংক, পশুপাখি, পুতুল সোপিস সামগ্রী।
এবার প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন জিনিসের দোকান গড়ে উঠেছে। মেলায় সামগ্রীর মধ্যে বেশি বিক্রি হয় খই মুড়ি মুরগি এ জিলাপি খুরমা পাপড়সহ ইত্যাদি খাদ্য সামগ্রী।
একজন ব্যবসায়ী জানান খই ও মুরকি ভালো বিক্রি হচ্ছে ,পাশাপাশি বাঁশের বাঁশিও বিক্রি হচ্ছে। প্রতি বছর কুষ্টিয়াতে অনেক বড় রথের মেলা হয় এ কারণে আমরা এই মেলাতে বেঁচাকেনার জন্য আসি। অন্য আরেক ব্যবসায়ী জানান, বেঁচাকেনা হচ্ছে তবে সকাল থেকে লোকসমাগম একটু কম ছিল বেলা বাড়ার সাথে সাথে বেচাকেনা বেশি হচ্ছে।
অনেক নারীকে সংসারের জন্য প্রয়োজনীয় বটি, কুলা, মোরা, ফিরা, টুল ও পিঠা তৈরির ফিরা বেলুন, সাজ ইত্যাদি কিনতে দেখা যায়। ক্রেতারা জানান, এখানে অনেক ধরনের জিনিস আসে, যে জিনিস অন্য সময় কিনতে পাওয়া যায় না তাই মেলা থেকে এসব জিনিস আমরা কিনে থাকি। ব্যবসায়ীরা জানান তারা সারা বছর বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রথের মেলার সময় সামান্য পুঁজি নিয়ে এখানে ব্যবসা করার সুযোগ পান।
সোনালীনিউজ/এম
আপনার মতামত লিখুন :