রামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৯:১৩ পিএম
রামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়ান নামে ৫ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঙ্গারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়ান রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা আহসান হাবীবের ছেলে।

আয়ানের মৃত্যুর বিষয়টি তার বাবা হাবীবের বন্ধু দুলাল মোল্লা নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, হাবিবের বাড়ির পাশেই তার শ্বশুরবাড়ি। বিকেলে আয়ান তার নানার বাড়িতে যায়। সেখানেই পুকুরে পড়ে আয়ান পানিতে ডুবে যায়। পরে আয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সোনালীনিউজ বলেন, ঘটনাটি জানা নেই। পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে। 

আইএ

Link copied!