ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদে সড়কে নেমেছেন তার সমর্থকরা। হাদির মৃত্যুর খবর শোনার পরপরই রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তারা।
এ সময় হাদির সমর্থকদের ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘নারাইয়ে তাকবির, আল্লাহু আকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ ঘটনায় শাহবাগের রাস্তার দুই পাশে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। তবে অন্য সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আহাদ ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি যে হাদি ভাই পরপারে চলে গিয়েছেন।’
এম
আপনার মতামত লিখুন :