পদ্মায় জেলেদের জালে বিশাল দুই কাতল, বিক্রি ৮২ হাজারে

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৫:২৫ পিএম
পদ্মায় জেলেদের জালে বিশাল দুই কাতল, বিক্রি ৮২ হাজারে

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ। নিলামের মাধ্যমে ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছ দুটি।

শনিবার ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে জামাল প্রামানিকের জালে ২৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। একই সময়ে নদীর মোহনায় টক্কু হলদারের জালে সাড়ে ১৯ কেজি ওজনের কাতলটি ধরা পড়ে।

জেলে জামাল প্রামানিক জানান, শুক্রবার সন্ধ্যার পর হতে তারা কয়েকজন জেলে নৌকাযোগে সারা রাত পদ্মা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেন। কিন্তু কাঙ্ক্ষিত কোনো মাছ পাচ্ছিলেন না। শনিবার ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে তারা অপেক্ষা করছিলেন। হঠাৎ করে জালে প্রচণ্ড জোরে টান লাগলে তারা বুঝতে পারেন বড় একটা কিছু আটকেছে। পরে জাল তুলে দেখতে পান বড় সাইজের কাতলটি।

মাছটি ধরে দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি। এ সময় উম্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

অন্যদিকে এদিন সারে ১৯ কে‌জি ওজ‌নের আরেকটি কাত‌ল‌ মাছ শিকার করেন টক্কু হালদার। মাছটি তিনি রেজাউল মন্ড‌লের আড়‌ত থেকে নিলামের মাধ্যমে এক হাজার ৬৫০ টাকা কে‌জি দ‌রে ৩২ হাজার ১০০ টাকা দিয়ে কি‌নে নেন।

আইএ

Link copied!