আটঘরিয়ায় বিএনপি অফিস ভাংচুর ও মারপিটের প্রতিবাদে বিক্ষোভ

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:০১ পিএম
আটঘরিয়ায় বিএনপি অফিস ভাংচুর ও মারপিটের প্রতিবাদে বিক্ষোভ

পাবনা: আটঘরিয়া উপজেলা বিএনপি  কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (১৬ মে) বিকেলে আটঘরিয়ার দেবোত্তর বাজারে বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে জামাত-শিবিব তাদের অফিসে অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে ও মারপিট করে বিএনপির অফিস ও কমপক্ষে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধিত করেছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, জামাত-শিবির নিজেরাই পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছেন। অবিলম্বে তারা ঘটনার সাথে জড়িত জামাত-শিবির নেতাকর্মীদের গ্রেফতারের দাবী জানান। 

সংবাদ সম্মেলন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেবোত্তর বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপি সভাপতি আজহার উদ্দিন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 

উল্লেখ্য, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ মে) আটঘরিয়া উপজেলা বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ষের ঘটনায় উভয় দলের রাজনৈতিক অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েক নেতাকর্মী আহত হয়।

এআর

Link copied!