বরিশালে বৈরী আবহাওয়া লঞ্চ চলাচল বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

  • বরিশাল প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৫, ০৩:৫৪ পিএম
বরিশালে বৈরী আবহাওয়া লঞ্চ চলাচল বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

বরিশাল: বরিশাল অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে। 

নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত জারি করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল যাত্রীবাহী ও মালবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক  শেখ মোহাম্মদ সেলিম রেজা। 

গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ কিলোমিটার। ফলে নদ-নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরিশাল অঞ্চলের কীর্তনখোলা, সুগন্ধা, গজারিয়া ও কালাবদরসহ একাধিক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা বৃষ্টির কারণে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, জিয়া সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এতে করে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন পথচারীরা। 

বগুড়া রোডের স্থানীয় বাসিন্দা মিসবাহ হোসেন বলেন,একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো নদীতে পরিণত হয়। এখন তো ২৪ ঘণ্টার বেশি টানা বৃষ্টি হচ্ছে। বাসা থেকে বের হওয়া যায় না, দোকানি মালেক শেখ জানান,আমার দোকানে পানি ঢুকে গেছে। মালামাল উঁচুতে তুলেও রক্ষা করতে পারিনি। জলাবদ্ধতার জন্য আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে।

বরিশাল নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়ে।

এআর

Link copied!