কুড়িগ্রামে জাম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • কুুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৮:৩৮ পিএম
কুড়িগ্রামে জাম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাঈম  ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাঈম ইসলাম বাড়ির পাশে বড় একটি জাম গাছে জামপাড়ার জন্য ব্যাগ নিয়ে উঠে। জাম পাড়তে পাড়তে একসময় গাছের ডাল ভেঙে  মাটিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোক ও এলাকাবাসী নাঈমকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাঈমের শারীরিক অবস্থা অবনতি হয়। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে রংপুরের রেফার্ড কর। রংপুর যাওয়ার সাতমাথা নামক স্থানে নাঈমের মৃত্যু হয়। 

 ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পিএস

Link copied!