ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহের সময় সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি মো. নূর আলমসহ কয়েকজন সাংবাদিক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নূর আলম।
অভিযোগে জানা গেছে, ১৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রূপসী বাস স্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশের সরকারি রাস্তা অবৈধভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য কাজ শুরু করেন বিল্লাল হোসেন মোল্লা। তাকে সহযোগিতা করেন আরিফুল ইসলাম ও নাড়ৎ। সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫-১৬ জন সাংবাদিকদের ওপর চড়াও হয়। তাদের হাতে রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোটা ছিল।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সাংবাদিকদের হত্যা করা হবে বলে হুমকি দেন। স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। অভিযুক্তরা ভবিষ্যতে প্রতিবাদ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ারও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবজেল জানিয়েছেন, অভিযোগ পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :