পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটি থেকে দুই নেতার পদ স্থগিত

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৮:৫৭ পিএম
পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটি থেকে দুই নেতার পদ স্থগিত

পিরোজপুর: জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার তিন দিনের মাথায় যুগ্ন আহ্বায়ক মো: অলিউল ইসলাম মিলন এবং সদস্য মো. আরিফুল হক নামে দুইজনের পদ স্থগিত করা হয়েছে। 

তাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। যুগ্ন আহ্বায়ক মো. অলিউল ইসলাম মিলন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো. আব্দুর রব ডালিম এর ছেলে। কমিটির সদস্য অপর ব্যক্তি মো. আরিফুল হক পিরোজপুর সদরের বাসিন্দা।

সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. অলিউল ইসলাম মিলন বলেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল করে কলেজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জেলা যুবদলের গুরুপ্তপূর্ণ পদে দায়িত্বভার পেয়েছি। তবে একদল লোক সর্বত্র ষড়যন্ত্র চালাচ্ছে। দল যা সিদ্ধান্ত নিয়েছে আমার জন্য শিরদার্য। তবে অচিরেই সকল ষড়যন্ত্র বিনাশ হবে।

পিরোজপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. কামরুজ্জামান তুষার বলেন, আমাদের কমিটি হওয়ার পর তাদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের সাথে গভীর সম্পর্ক ছিল এমন কিছু অভিযোগ পেয়েছি। তাই সাথে সাথে কেন্দ্রীয় নির্দেশে দল থেকে তাদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাদেরকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলমান।

জানা গেছে, গত ২৬ জুন আহ্বায়কসহ মোট আটাশ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সেখানে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো. অলিউল ইসলাম মিলন-কে যুগ্ন আহ্বায়ক করা হয়। পরে ২৯ জুন সন্ধ্যার পরে কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল থেকে ওই সিদ্ধান্তে নেয়া হয়। 

এআর

Link copied!