লক্ষ্মীপুরে এসএসসিতে পাশের হার ৬৬.১৫ শতাংশ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৮:৩২ পিএম
লক্ষ্মীপুরে এসএসসিতে পাশের হার ৬৬.১৫ শতাংশ

লক্ষ্মীপুর: এসএসসি পরীক্ষায় ৬৬.১৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এ জেলায় এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১০৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার এসএসসিতে ৬৬.১৫, দাখিলে ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

শিক্ষা অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুর ৫ টি উপজেলায় ১৫ হাজার ৮০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০ হাজার ৪৫৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৮৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ৬ হাজার ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬২৯ জন উত্তীর্ন হয়েছে। এরমধ্যে  ১৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকেশনালে ৬১১ জন পরীক্ষার মধ্যে ৫০৮ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। 

জানা গেছে, এসএসসিতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৪.৮৬ শতাংশ, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭.৬৪, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৯৯.৪৫, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ৯৭.৯৬, কাজী ফারুকী স্কুলে ৯৯.৬২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে আদর্শ সামাদে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন, বালিকাতে ৬৬ জন, প্রতাপগঞ্জে ৯৪ জন, ন্যাশনাল আইডিয়াল ৩৩ ও কাজী ফারুকী ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে। 

এআর

Link copied!