কুড়িগ্রাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ সালে হাজারো শাহাদাতের শহীদের রক্তের মঞ্চে দাড়িয়ে যে অর্ন্তবর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অর্ন্তবর্তী সরকার য়ড়যন্ত্রের নতুন পাতা ফাঁদে পা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।
২০২৪ সালে দর্লীর গোলামীর শিকল ভেঙ্গে খান খান করেছি ওয়াশিংটনের গোলামী করবার জন্য নয়। অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতি সংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, যদি বাংলাদেশে জাতি সংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। এদেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তিন দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারনি সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার রাখে না।
দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুয়ায়ী অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে অর্ন্তবর্তী সরকারকে আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করার কথাও জানান তিনি।
আল্লামা মামুনুল হক শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস এর গণ সমাবেশে এসব কথা বলেন।
গণ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমীর মুফতী ইব্রাহিম খলিল নোমানীসহ অন্যান্যরা।
এআর
আপনার মতামত লিখুন :